জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, MCIPS (CS)
সচিব
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
Email: secretary@ictd.gov.bd
জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, MCIPS (CS) গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনে অতিরিক্ত সচিব পদে অধিষ্ঠিত ছিলেন। জনাব শীষ হায়দার চৌধুরী ২৬ জানুয়ারি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ৯ম ব্যাচের অডিট এবং অ্যাকাউন্টস ক্যাডারের একজন সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন। জনাব চৌধুরী দীর্ঘ প্রায় ৩২ বছরের কর্মজীবনে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, পাবলিক প্রকিউরমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল কো-অপারেশন, ট্রেড ফ্যাসিলিটেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ডব্লিউটিও এবং সরকারের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে, তিনি শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেমন: যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; পরিচালক (যুগ্মসচিব) সিপিটিইউ, আইএমইডি; উপসচিব, অর্থ বিভাগ; উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; অতিরিক্ত সিজিএ (প্রশাসন); পরিচালক, FAPAD; অর্থ নিয়ন্ত্রক (সেনাবাহিনী); উপ-প্রকল্প পরিচালক, আইডিএ টিএ প্রকল্প, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ইত্যাদি। জনাব চৌধুরী ১৯৯৭-২০০২ মেয়াদে লিয়েনে জাতিসংঘের অধিভুক্ত ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশনে (আইজেও) কাজ করেছেন।
জনাব শীষ হায়দার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর (এমবিএ) করেন। তিনি ডিএফআইডি ফান্ডিং-এর অধীনে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্সে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) তে "এক্সটার্নাল ওভারসাইট এবং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট" বিষয়ে পিএইচডি করছেন। যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই থেকে তিনি তাঁর পেশাদার ডিগ্রি MCIPS অর্জন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সাথে সশস্ত্র বাহিনীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ইনস্টিটিউট ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে National Defense Course(NDC) সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি উন্নয়ন প্রশাসন (DAM, ACAD, SSC এবং PPMC), পাবলিক ফাইন্যান্স, পাবলিক প্রকিউরমেন্ট, iBAS++, e-GP, প্রজেক্ট ম্যানেজমেন্ট, আইসিটি এবং বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মরিশাস প্রভৃতি দেশে অংশগ্রহণ করেন।
সরকারের পূর্বানুমতি নিয়ে জনাব চৌধুরী গত ৩১ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে অনুষদ সদস্য হিসেবে শিক্ষকতা করছেন। তিনি পেশাগতভাবে একজন পাবলিক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ এবং একজন ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার। এছাড়াও তিনি পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রশিক্ষক। তিনি রিসোর্স পারসন হিসেবে দেশের প্রায় সকল ট্রেনিং একাডেমিতে কাজ করে আসছেন। পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এইড ম্যানেজমেন্ট এবং পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালে তার বেশ কিছু প্রকাশনা প্রকাশিত হয়েছে। বিভিন্ন সভা, কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার এবং অন্যান্য অফিসিয়াল কাজে অংশগ্রহণের জন্য জনাব চৌধুরী বিশ্বের অসংখ্য দেশ ভ্রমণ করেছেন।
জনাব শীষ হায়দার চৌধুরী দুই পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা।