তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ফেব্রুয়ারি ২০১৬

শুভ উদ্বোধন হয়ে গেল কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতার


প্রকাশন তারিখ : 2016-02-14

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গত ১৬ ফেব্রুয়ারী, মঙ্গলবার সকাল ০৯:০০ টায় ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ এর বাছাই পর্বের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি।

গত বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৪১৯ টি আবেদন জমা পড়েছে। এর মাঝে ‘আইডিয়া স্টার্টআপস’ ৩১৩ টি এবং ‘গ্রোথ স্টার্টআপস’ ১০৬ টি। প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ পাবেন। এর পাশাপাশি বিজয়ীরা আর্থিক অনুদান এবং মেন্টরিং এর সুযোগ পাবে। এছাড়া নির্বাচিত আরো ৫০ জন জায়গা বরাদ্দ নিতে পারবে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে- আইসিটি ডিভিশন, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এই আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে ছিল বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে আছে ফেনক্স, গ্যাপ এবং কিজকি।