তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০১৬

সমঝোতা স্মারক অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2016-01-19

আহমেদ পলক এর সভাকক্ষে খান একাডেমী এর কনটেন্টসমূহ বাংলা ভাষায় অনুবাদ এবং ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আগামী শিক্ষা ফাউন্ডেশন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষে নির্বাহী পরিচালক জনাব এস এম আশরাফুল ইসলাম এবং আগামী শিক্ষা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মিসেস নাফিসা খানম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশী বংশ উদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক জনাব সালমান খান এর নেতৃত্বে বিশ্বখ্যাত অনলাইন শিক্ষা প্লাটফর্ম “খান একাডেমী” এর কনটেন্টসমূহ বাংলা ভাষায় অনুবাদ করা হবে এবং তা বাংলাদেশের ছাত্র/ছাত্রী/শিক্ষকসহ আইটি সেক্টরে কর্মরত ব্যক্তিবর্গ ব্যবহারের সুযোগ পাবেন।

আগামী ০৫ বছরে আগামী শিক্ষা ফাউন্ডেশন এ অনুবাদ কাজ সম্পূর্ণ করবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ কাজে সহযোগিতা প্রদানসহ আমাদের দেশে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসমূহে সংশ্লিষ্টতায় উক্ত কনটেন্টসমূহ ছাত্র/ছাত্রী/শিক্ষকদের ব্যবহারে উদ্বুদ্ধ করবে। এর ফলে আইসিটিসহ গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়ে ইন্টার একটিভ শিক্ষার নতুন দিগন্ত সৃষ্টি হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি। আরো উপস্হিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শ্যাম সুন্দর সিকদার।